সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:21 AM, March 2, 2021
Sharing is caring!
ক্রাইম সিলেট অনলাইন নিউজ পোর্টালে ১ মার্চ ‘শাহপরানে ভূমিহীনদের জমি দখল করতে বেপরোয়া ফয়েজ ও রাজু : অতঙ্কে মানুষজন’ শীর্ষ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে ফয়েজ রাজা চৌধুরীর ভিন্নমত পোষণ করেছেন।
তিনি বলেন, সংবাদে আমার ছবি ও এক শীর্ষ অপরাধী মইন উদ্দিন রাজুকে আমার সহযোগী করে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাতে আমার মানহানি ক্ষুন্ন হয়েছে। রাজুর সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি তাকে চিনিনা। তাই ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানান ফয়েজ রাজা চৌধুরী।
প্রতিবেদকের বক্তব্য, গত (২৩ ফেব্রুয়ারী) মঙ্গলবার হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বিআইডিসি আল-বারাকা আবাসিক এলাকার বাসিন্দা নুর মিয়ার মেয়ে রোকসানা বেগম। অভিযোগে ফয়েজ রাজা চৌধুরী ও মইন উদ্দিন রাজসহ ৬জনকে অভিযুক্ত করা হয়। সেই অভিযোগ সূত্রে ক্রাইম সিলেট এর নিজস্ব প্রতিবেদক এই সংবাদটি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
………………………..
Design and developed by best-bd