সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সৌদি আরবের দাম্মামে লিফট দুর্ঘটনায় প্রবাসী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দাম্মামের জুবাইল সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত প্রবাসীর নাম মো. শাহীন খাঁন (পনির)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবম খন্ড গ্রামের আশরাফ খাঁনের ছেলে।
শাহীন খাঁন আড়াই বছর ধরে সৌদি আরবে বাস করছিলেন। সেখানে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সৌদি আরবের দাম্মাম শহরে শাহীন ও তার সহকর্মীরা নির্মাণাধীন একটি বহুতল ভবনের পানির লাইনের কাজ করছিল। কাজ করার সময় ভবনটিতে মালামাল উঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ী লিফট ছিঁড়ে শাহীনের উপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আল জুবাইল সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে পাঠানো হবে।
সৌদি আরবে অবস্থানরত স্বজনদের সঙ্গে কথা বলে নিহতের বাবা আশরাফ খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd