সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : যুক্তরাজ্যের বার্মিংহামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক দম্পতির মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্মিংহাম শহরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,বার্মিংহাম শহরের সন্নিকটে রেডিচ A441 মহাসড়কে তিনটি কার ও একটি মোটর সাইকেলের সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান পাপিয়া বেগম (৩৭)।এ সময় তার স্বামী আব্দুর রহমান মুয়িম (৪৫) কে মারাত্মক আহত অবস্থায় এয়ার এম্মুলেন্স করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
বার্মিংহামের বচলিথের আম্বাসলি রোডের বাসিন্দা আব্দুর রহমান মুয়িম ও তার স্ত্রী পাপিয়া বেগম নিহত এই দম্পতি চার সন্তানের জনক ও জননী।আব্দুর রহমান মুয়িমের দেশের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটার বিনয়শ্রী গ্রামে এবং তার স্ত্রী পাপিয়া বেগমের বাবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতির এই মৃত্যুর খবরে বার্মিংহাম তথা যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী ও দেশের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।
………………………..
Design and developed by best-bd