সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
স্টাফ রিপোর্টার : সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার মানসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা রকম অপপ্রচার ও সরকার প্রধানের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র ও চক্রান্তের দায়ে ১ ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি সিলেটের অতি: চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মঞ্জুরুল ইসলাম চৌধুরী এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন সিলেটের জালালাবাদ (সদর) থানার বলাউরা বাজারের মীরপুর গ্রামের মোঃ মতছির আলীর ছেলে মোঃ এনামুল হক।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ মার্চ সিলেট মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এইচ.আর শাকিল আহমদ বাদী হয়ে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মোঃ এনামুল হককে একমাত্র আসামী করে মানহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। তিনি মামলায় উল্লেখ করেন-আসামী মোঃ এনামুল হক তার নামীয় ফেইসবুক আইডি থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার মানসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা রকম অপপ্রচার ও সরকার প্রধানের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র ও চক্রান্ত করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নানা রকম কুৎসা রটনা, বিদ্রুপ ক্যারিক্যাচার, অশ্লিল ও উত্তেজনামূলক লেখা প্রচার করেছেন। যা বিভ্রান্তিকর ও উস্কানিমূলক অপপ্রচার।
আদালত মামলাটি আমলে নিয়ে গত ২২/০৮/২০১৯ ইং তারিখে আসামী মো: এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে। স্বাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ১০ ফেব্রুয়ারি সিলেটের অতি: চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মঞ্জুরুল ইসলাম চৌধুরী এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী মো: এনামুল হক পলাতক থাকায় উক্ত আদালত থেকে তার বিরুদ্ধে সাজা প্ররোয়ানা ইস্যু করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd