সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী সানা খান। দীর্ঘ ক্যারিয়ারে হঠাৎ করেই অভিনয়কে বিদায় জানান। এরপর আরও চমকে দেন গুজরাটের মুফতি আনাস সাঈদকে বিয়ে করে।
বিয়ের পর তিনি যেমন ধর্মপ্রাণ মুসলমানদের কাছে প্রশংসিত হয়েছেন। ঠিক তেমনি করে নানা কটু কথাও শুনতে হয়েছে সানাকে। এই দম্পতিকে বেশ ট্রল করছেন নেটিজেনরা।
বিষয়টি নিয়ে বেশ বিপাকে আছেন আনাস সাঈদ। তিনি একজন আলেম হয়েও অভিনেত্রী-মডেল বিয়ে করলেন কেন? এমন প্রশ্ন হরহামেশাই শুনতে হয় তাকে।
এই শুনতে হয়েছে তিনি কেন একজন অভিনেত্রীকে জোর করে শোবিজ ত্যাগ করিয়ে বিয়ে করলেন? এতে স্বভাবতই বিরক্ত আনাস। তাই অনেকটা ধমকেও দিয়েছেন সমালোচকদের।
ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়। ট্রল নিয়ে আনাস মুখ খুলেছেন। তিনি লিখেছেন, কারো পাপ বা অপরাধ দেখলে নিজের চোখ ঢেকে ফেল, তার জন্য দোয়া কর, পৃথিবীর লোকের পাপ ঢাকা দাও। তাতে কেয়ামতের সময় আল্লাহ তোমাদের পাপ ঢেকে ফেলবেন। শেষে লিখেছেন, আমিন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd