সিলেট ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় বোনকে হত্যা করেছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে।
নিহত সুলতানা আক্তার (৩০) ওই গ্রামের মৃত শাজাহানের মেয়ে। পুলিশ এই ঘটনার মূল অভিযুক্ত নিহতের আপন ছোট ভাই শফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে। সুলতানা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শেণীর ছাত্রী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাই-বোনের বিরোধ চলছিল। এর জের ধরে আজ বিকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্য়ায়ে শফিকুল ইসলাম তার বড় বোন সুলতানাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে তাকে বদ্ধ ঘরে নিয়ে গলা টিপে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম।
………………………..
Design and developed by best-bd