সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
Sharing is caring!
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরের আখালিয়া এলাকায় সিএনজি অটোরিকশায় করে গুরু চুরির চেষ্টাকালে দুজনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। স্থানীয় জনতার সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরের মিরবক্সটুলার ইমরান আহমদ (৪৬) ও ফাজিল চিশতের মো. ইসমাইল আহমদ (২৫)। দুজনেরই মূল বাড়ি সুনামগঞ্জে। আটকৃকতদের কাছে থেকে একটি গরু ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খাঁন।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এ মাঠ থেকে একটি গরু সিএনজি অটোরিকশায় তুলে দুই চোর পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় স্থানীয়রা ঘটনাটি দেখে সিএনজি অটোকারিকশাকে ধাওয়া করে ধরে ফেলেন।
পরে এসএমপির জালালাবাদ থানায় খবর দিলে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে দুই চোর ও সিএনজি অটোকারিকশা থানায় নিয়ে যায়।
………………………..
Design and developed by best-bd