সিলেট ২২শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১
Sharing is caring!
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরের সুবিদবাজারে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার পর শত শত মানুষ সড়কে নেমে এসে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে পুলিশের বাধায় আরও বিক্ষুব্ধ হয়ে ওঠছেন মানুষ। সিলেটের সড়কে বারবার ট্রাকের বেপরোয়া চলাচল ও দুর্ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করছেন তারা।
এরআগে সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলচিশত পয়েন্টে এইটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, আমি এইমাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাক চাপায় দুজন মারা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর করছে। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।
………………………..
Design and developed by best-bd