সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
আল্লাহর ইচ্ছায় প্রকৃতির নির্ধারিত নিয়মে শীত আসে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
৭ জানুয়ারী (২০২১) বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন ও উনার লন্ডন প্রবাসী ভাই বোনদের অর্থায়নে নিজ বাড়িতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি মজর আলি, সাবেক মেম্বার লুৎফুর রহমান, মাস্টার আব্দুল জব্বার, সৈয়দ হেলাল আহমদ বাদশা, আলী হায়দার চৌধুরী, মনিরুদ্দিন, আমির উদ্দিন, যুবলীগ নেতা বিলাল আহমদ প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd