সিলেট ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : ঝালকাঠির নলছিটি উপজেলায় ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০০ পিস ইয়াবাসহ সোনিয়া আক্তার ওরফে রিয়া (২০) নামে এক সুন্দরী নারী মাদক কারবারিকে আটক করেছে। সোমবার রাতে নলছিটির দপদপিয়া চৌমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোনিয়া রাজাপুরের নৈকাঠী এলাকার আনসার তালুকদারের মেয়ে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবির পরিদর্শক (ওসি) ইকবাল বাহার খান জানান, সোনিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তাকে আটক করার জন্য ডিবি পুলিশ ফাঁদ পাতে। ক্রেতা সেজে তাকে ফোন করে ইয়াবা কেনার প্রস্তাব দেয় ডিবি পুলিশের দুই সদস্য। এতে রাজি হয় সোনিয়া।
তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে নলছিটির দপদপিয়া চৌমাথায় একটি অটোবাইক থেকে নেমে ইয়াবা বের করলে সোনিয়াকে আটক করে তার কাছ থেকে দুইশ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
………………………..
Design and developed by best-bd