নগরীতে সড়ক দখল করে ব্যবসা : ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

নগরীতে সড়ক দখল করে ব্যবসা : ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ক্রাইম সিলেট ডেস্ক : বেআইনিভাবে সড়ক দখল করে চলাচলে বাধা সৃষ্টি এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ৫ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বন্দরবাজার, মহাজনপট্টি এলাকায় মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাদের কাছ থেকে জরিমানার ১৫ হাজার টাকা আদায় করেন। এসময় ফুটপাতে পণ্য রেখে ব্যবসা পরিচালনা করে নাগরিকদের চলাচলে বিঘ্ন ঘটানোয় বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্তক করেন ভ্রাম্যমাণ আদালত।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ব্যবসায়ীদেরকে বারবার অনুরোধ করার পরও তারা ফুটপাতে পণ্য রেখে ব্যবসা পরিচালনা করছেন। যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে একদিকে যেমন জনগণ পায়ে হাটার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সড়কে যানজট বাড়ছে।

মেয়র বলেন, ফুটপাত হকারমুক্ত করার কাজে সর্বস্তরের ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। ব্যবসায়ীরা যাতে ফুটপাতে পণ্যের পসরা সাজিয়ে না বসেন সেজন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

নগরীকে যানজটমুক্ত করা, ফুটপাত হকারমুক্ত করা, অবৈধ পার্কিং ও অবৈধ গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা, বকেয়া হোল্ডিং ট্যাক্স, বকেয়া পানির বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হবে বলেও জানান সিসিক মেয়র।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিলেট মহানগর পুলিশসহ সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..