জোর করে স্ত্রীর গর্ভপাত: হাইকোর্টে জামিন চাইলেন এএসপি সাকিব

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

জোর করে স্ত্রীর গর্ভপাত: হাইকোর্টে জামিন চাইলেন এএসপি সাকিব

ক্রাইম সিলেট ডেস্ক : যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলায় সহকারী পুলিশ সুপার (বরখাস্ত) নাজমুস সাকিব হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সরোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। আবেদনের বিষয়টি বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে স্ত্রীকে দফায় দফায় শারীরিক নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলায় নাজমুস সাকিবকে কারাগারে পাঠান আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আবদুল আল মামুন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাজমুস সাকিব সর্বশেষ খাগড়াছড়ির এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। পরে তাকে বরখাস্ত করা হয়। স্ত্রীকে শারীরিক নির্যাতন ও জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে গত ৪ মে রমনা থানায় মামলা করেন নাজমুস সাকিবের স্ত্রী ইসরাত রহমান। মামলায় সাকিবের বাবা এবং মাকেও আসামি করা হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..