সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
Sharing is caring!
বিনোদন প্রতিবেদক :: বর্তমান সময়ে দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রজোজক হিরো আলম চলচ্চিত্র অজ্ঞনে একের পর এক চমক নিয়ে আসছেন। নিজের লাভের দিকে না তাকিয়ে দর্শকদের বিনোদন উপহার দিচ্ছেন। কঠিন চেলেঞ্জ নিয়ে একটি ব্যতিক্রম সিনেমা ‘সাহসী হিরো আলম’ গত ১৬ অক্টোবর সারাদেশে মুক্তি দিয়েছেন হিরো আলম।
আগামী শুক্রবার থেকে সিলেটের নন্দিতা সিনেমা হলে এই ছবিটি দেখতে পারবেন দর্শকরা।
করোনার কারণে দেশের সকল সিনেমা হলগুলো দীর্ঘ দিন বন্ধ থাকার পর হল খোলার সাথে সাথে কোন সিনেমার পরিচালকরা তাদের সিনেমার মুক্তি দিতে সাহস পায় নি। কিন্তু চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিতে এত বড় লুকসানের দিকে না তাকিয়ে সাহসী হিরো আমল সিনেমার শুভ মুক্তি দিয়েছেন হিরো আলম। তার এমন সাহস দেখে হিংসা করছেন চলচ্চিত্রের কিছু খারাপ লোক। তাদের প্রতি হিংসার দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছেন হিরো আলম। শুরু থেকেই হিরো আলমের সাথে বিরোধীতা করে আসছে চলচ্চিত্রের একটি কু-চক্রী মহল।
হিরো আলমের আর্কষনীয় সিনেমাটি শুক্রবার সিলেটের সবচেয়ে বড় সিনেমা নন্দিতায় দেখা মিলবে। এবং সিনেমা চলাকালীন সময়ে হল পরিদর্শনে সিলেটে আসবেন হিরো আলম।
দর্শকদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, সাহসী হিরো আলম দেশের প্রথম ব্যতিক্রম সিনেমা। না দেখলে মন্তব্য করা ঠিক না । যারা সিনেমাটি দেখেননি তারাই শুধু সিনেমা নিয়ে মন্তব্য করছেন। মন্তব্য করার আগে একবার হলেও সাহসী হিরো আলম দেখবেন। তারপর সরাসরি সিনেমার ভুল ধরে দিবেন। আশা করি সিলেটের বিনোদন প্রেমী দর্শকরা সাহসী হিরো আলম দেখে আনন্দ পাবেন।
………………………..
Design and developed by best-bd