সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলস্টেশন থেকে তানিয়া (১৭) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তানিয়া নিজের নাম ছাড়া আর কোনো পরিচয় বলতে পারছে না। তবে সে সুস্থ ও স্বাভাবিক আচরণ করছে। পুলিশের ধারণা মেয়েটির স্মৃতিভ্রম হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে এক কিশোরী ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশনে একাকী ঘোরাফেরা করছিল। এ সময় স্টেশনের যাত্রীরা পরিচয়সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয়নি ওই কিশোরী।
পরে এক যাত্রী ৯৯৯ কল করে বিষয়টি জানান। এর কিছুক্ষণ পরে ভাঙ্গুড়া থানা পুলিশের ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ কয়েকজন নারী পুলিশ সদস্য কিশোরীকে স্টেশন থেকে থানা হেফাজতে নিয়ে যান। সোমবার বিকাল পর্যন্ত পরিচয় নিশ্চিত না হওয়ায় থানা হেফাজতে রাখা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তানিয়া নামের ওই কিশোরী সুস্থ ও স্বাভাবিক আছে। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয় না। তবে সে নিজের নাম ছাড়া কোনো কিছুই বলতে পারছে না। তার স্বজনদের খোঁজে পুলিশ হেডকোয়ার্টারসহ দেশের সব থানায় বার্তা দেয়া হয়েছে। সম্ভবত মেয়েটির স্মৃতিভ্রম হয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd