সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
Sharing is caring!
কানাইঘাট প্রতিনিধি:: চেক ডিজওনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত কানাইঘাটের এক পলাতক আসামী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে চেক ডিজওনার মামলার বাদী কানাইঘাট সাতবাঁক ইউপির লালারচক গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র হারিছ উদ্দিন অভিযোগ করেছেন।
হারিছ উদ্দিন জানান, লালারচক গ্রামের রইছ আলীর পুত্র কানাইঘাট বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমানকে ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা তিনি প্রদান করেন। জামানত স্বরূপ হাবিবুর রহমান তাকে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। দীর্ঘদিন ধরে টাকা না পেয়ে তিনি হাবিবুর রহমানে বিরুদ্ধে সিলেট দায়রা জজ আদালতে চেক ডিজওনার মামলা নং- ৬৩৩/১৯ দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে হাবিবুর রহমান পলাতক থাকায় ১৯/০৮/২০২০ইং তারিখে যুগ্ম দায়রা জজ, সিলেট এর বিজ্ঞ বিচারক হাবিবুর রহমানকে ৫ লক্ষ টাকা পরিশোধ সহ ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মামলার রায় হওয়ার পর থেকে হাবিবুর রহমান পলাতক থাকা অবস্থায় হারিছ উদ্দিনকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে বলে তিনি জানান। হুমকির ঘটনায় কানাইঘাট থানায় সম্প্রতি হারিছ উদ্দিন বাদী হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী করেন। চেক ডিজওনার মামলার বাদী হারিছ উদ্দিন জানান তিনি জানতে পেরেছেন কয়েকদিনের মধ্যে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাকে দ্রæত গ্রেফতার করে সাজা তামিল করার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহŸান জানিয়েছেন হারিছ উদ্দিন।
………………………..
Design and developed by best-bd