সুনামগঞ্জে সুজিতের লাইসেন্সবিহীন গরম মসলার রমরমা ব্যবসা

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

সুনামগঞ্জে সুজিতের লাইসেন্সবিহীন গরম মসলার রমরমা ব্যবসা
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অপু গরম মসলা নামে ভূয়া একটি লাইসেন্সের স্টিকার ব্যবহার করে কালোবাজারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও ক্যামিকেল ব্যবহার যুক্ত গোলাপজলসহ বিভিন্ন ধরনের খাদ্য ও পন্যসামগ্রী নিজে তৈরী করে বাজারজাত করে আসছেন সুজিত দাস নামে এক ব্যবসায়ী।
স্থানীয় সুত্রে জানা যায়, পৌরসভার নতুন পাড়া এলাকার নিলয় ৮১ আ/এলাকার বাসায় তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে  ভূয়া লাইসেন্সের স্টিকার ব্যবহার করে গরম মসলা জিরা, পাঁচ  পোরন, কিছমিছ, কালিজিরা, গুয়া মুড়ি মেথীসহ বিভিন্ন ধরনের তরল পদার্থ আইটেমের খাদ্যদ্রব্য নিজে প্যাকেট অপু গরম মসলার স্টিকার লাগিয়ে জেলার বিভিন্ন গ্রামের হাটবাজারের দোকানে বাজারজাত করে আসছেন। গ্রামের সহজ সরল মানুষজন পন্যসামগ্রীর মান না জেনেও কিনে নিয়ে সেগুলো খাদ্য হিসেবে  ব্যবহার করে চলেছেন। কিন্ত এসব খাদ্যসামগ্রী কতটা পুষ্টিকর ও নিরাপদ তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ওই সমস্তÍ খাদ্যসামগ্রী খাবারের ফলে সাধারন মানুষজন নানান জটিল রোগে আক্রান্ত ঝুঁকি রয়েছে। এসমস্ত অপুষ্টিকর খাবার খাওয়ার ক্রাণে অনেকে মুত্যুর ঝুঁকিও বাড়ছে।  অপু গরম মসলার স্টিকার দিয়ে সুজিত দাস ভারতীয় খাদ্যপণ্য নিজে আমদানী করে বাসার মধ্যে প্যাকেটজাত করে তার প্রতিনিয়ত বিভিন্ন হাটবাজারে রপ্তানী করে আসছেন অভিযোগ উঠেছে।
সরেজমিনে রোববার দুপুরে নতুনপাড়া এলাকার নিলয় ৮১,রায়বাড়িতে তার বাসায় গিয়ে দেখা যায় বাসার ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের তরল পদার্থ ও খাদ্য সামগ্রীর গোডাউন তৈরি করে রেখেছেন। বিষয়টি উধর্বতন কর্তৃপক্ষ নজরে আনবেন এমনটাই প্রত্যাশা সাধারন মানুষের।
এ ব্যাপারে অপু গরম মসলার ব্যবসায়ী সুজিত দাস লাইসেন্সে বিহীন ব্যবসাটা ভূল বলে শিকার করেন। পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, অপু গরম মসলা নামে কোন লাইসেন্স পৌরসভা কর্তৃক দেয়া হয়নি।
সদর উপজেলা নিবাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..