সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: রংপুরের গনেশপুরে চাঞ্চল্যকর দুই বোন হত্যার বিষয়ে এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় দীর্ঘ পাঁচ বছরের ভালোবাসার সম্পর্ক ভেঙে ফেলার প্রতিশোধ হিসেবে প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা করে প্রেমিক রিফাত। ঘটনা দেখে ফেলায় ছোট বোনকেও খুন করার কথা স্বীকার করেছে সে।
রংপুর নগরীর মধ্য গণেশপুরে চাচাতো দুই বোন সুমাইয়া আক্তার মিম ও জান্নাতুল মাওয়াকে হত্যার আগে তাদের দ্বারাই বাড়ির আশপাশের বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেয় মিমের প্রেমিক রিফাত। চাচাতো বোন মাওয়ার বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে নির্জন সময় বেছে নিয়ে ওই বাড়িতে প্রেমিক রিফাতকে ডেকে নেয় মিম।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার বলেন, বাড়ির সামনে যে লাইটগুলো ছিলো সেগুলো বন্ধ করা হয়েছে। হত্যাকাণ্ড ঘটানোর পর সে হয়তো ১১টা বা সাড়ে ১১টার দিকে বের হয়েছে। তখন বৃষ্টি হচ্ছিলো ওই সুযোগে সে বের হওয়ার সুযোগটা পেয়েছিলো।
গ্রেফতারের পর প্রেমিক রিফাতের তথ্য অনুযায়ী চিঠিপত্র, মোবাইল, যৌন উত্তেজক ট্যাবলেটসহ বেশকিছু আলামত জব্দ করে পুলিশ। স্বীকারোক্তিতে রিফাত জানায়, টানা পাঁচ বছর তার সাথে প্রেমের সম্পর্ক থাকলেও মাস চারেক ধরে এক নিকটাত্মীয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ায় মিমকে হত্যা করে সে। ঘটনা দেখে ফেলায় চাচাতো বোন মাওয়াকেও জীবন দিতে হয় রিফাতের হাতে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, সে ওড়না দিয়ে গলা চিপে মেরে ফেলা হয়েছে। এবং সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য সে উপরের সিলিং ফ্যানের দুইটা পাখা বাঁকা করে দেয়।
নিহত জান্নাতুল মাওয়ার মায়ের একটাই দাবি দুই বোনের খুনী রিফাতের সর্ব্বোচ্চ শাস্তি।
নিহত জান্নাতুল মাওয়ার মা রিপা বেগম, যারা যারা এই হত্যাকাণ্ডের জড়িত ছিল, তদন্ত করে বের করে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গণেশপুর এলাকায় নিজ বাড়ি থেকে সুমাইয়া আক্তার মীম ও তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় অজ্ঞাতদের আসামী করে কোতোয়ালি থানায় মামলা করেন জান্নাতুল মাওয়ার বাবা মমিনুল ইসলাম। পরে নগরীর উত্তর বাবুখা থেকে মাহফুজার রহমান রিফাতকে ওই মামলায় গ্রেফতারের পর রোববার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে রোববার রাতে সাংবাদিকদের ব্রিফিং করে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd