সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর লালদিঘীরপাড় পুরাতন হকার্স মার্কেটের ৬ নং গলি-১১৭/১১৮ নং ঢাকা ষ্টোর নামীয় এক কাপড়ের দোকানের ব্যবসায়ীর কাছে ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সিলেটের স্থানীয় সন্ত্রসী তারেক আহমদ ও তার সঙ্গীয় বাহিনী। সোমবার (২১শে সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২ ঘটিকার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় রাহাত আহমদ ও তার দোকানের ৩ জন স্টাফসহ গুরুতর আহত হন ও তার পাশের দোকান জামাল ষ্টোরের মালিক জামাল মিয়ার বুকে ছুরি দিয়ে আঘাত করিলে জামাল গুরুতর আহত হন। সাথে সাথে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল নিয়ে ভর্তি করা হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক জানান, জামাল মিয়ার পেটে-পিঠে ও পায়ে একটি করে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এসময় ঘটনার ফটো তুলতে গিয়ে সিলেটের লোকাল দৈনিক হালচাল পত্রিকার ফটো সাংবাদিক জাকির হোসেন দিপু’র কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন ও তাকে গুরুতর আহত করেন তারেক ও তার সন্ত্রাসী বাহিনী।
এ ব্যাপারে সিলেট লালদিঘীরপাড় ব্যবসায়ী সমিতির সভাপতি ইসলাম মিয়া ও সাধারণ সম্পাদক বাবর হোসেন বলেন, হঠাৎ করে মার্কেটে চাঁদা নেওয়ার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালায়, আমরা কিছু বুঝে উঠার আগেই তারা হামলা করে জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপের কামনা করেন ব্যবসায়ীরা। আহতরা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন, জানা যায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে এখনও কোনো ধরনের অভিযোগ দায়ের হয়নি বলে নিশ্চিত করেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd