বিশ্বনাথে এমপি মোকাব্বিরের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগের সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০

বিশ্বনাথে এমপি মোকাব্বিরের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগের সভাপতি গ্রেফতার

Manual4 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের পথে হামলার শিকার হয়েছে পুলিশি প্রটোকলে থাকা সিলেট-২ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায়
জড়িত থাকা যুবলীগের সভাপতি দবির মিয়াকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

Manual5 Ad Code

আজ (১১ আগষ্ট) মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হাবড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। দবির মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবগীগের সভাপতি এবং মিয়াজনেরগাঁও গ্রামের মৃত সজিদ আলীর পুত্র।

গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা।

Manual1 Ad Code

প্রসঙ্গ :: সোমবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রথমবারের মত যোগদানের উদ্দেশ্যে পুলিশ প্রটোকল নিয়ে উপজেলা বিআরডিবি হলরুমের দিকে যাচ্ছিলেন কমিটির উপদেষ্টা, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

Manual2 Ad Code

এ সময় উপজেলায় প্রবেশের পথে (উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে) তার গাড়িতে হামলা চালানো হয়।

সংসদ সদস্য মোকাব্বির খান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ ও শামীম আহমদের নেতৃত্বে আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আমি থানা পুলিশকে নির্দেশ দিয়েছি।’
তবে এমন অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা হয়েছে শুনে আমরা গিয়ে তাকে নিরাপদে নিয়ে আসি।’
কথা বলতে অপর অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেন, ‘বিশ্বনাথ আওয়ামী লীগে কোনো মাসলম্যানের ঠাই নেই। যারা এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্যে আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি।’

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..