সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৫ জুলাই) এই ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় এই ৬৭ জনের করোনা শনাক্ত হয়।
এদিন মোট মোট ১৮৮ টি নমুনা সংগ্রহ করে সবকটির পরীক্ষা করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৩০ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলায় ১ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ৩ জন চিকিৎসকও রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।
শনিবার (২৫ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
তিনি জানান, ‘শাবির ল্যাবে আজ সিলেটের ২৬ টি ও সুনামগঞ্জের ৩০ টিসহ মোট ৫৬ টি নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৩ জন সিলেট জেলার এবং ১৭ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd