সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১১ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের দুটি ল্যাবে আজ সোমবার ৯০ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আজ ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ২৮২টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৩ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১ জন করে রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের (জিইবি) পিসিআর ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।
তিনি জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এরা সবাই সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২২ জন।
………………………..
Design and developed by best-bd