সিলেট ১৫ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০
Sharing is caring!
স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার সিলেট এমএজি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পলিক্ষায় ৭১ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার এই ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়।
তিনি জানান, রোববার শনাক্ত হওয়াদের মধ্যে লেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৩৯ জন, বিশ্বনাথের ৭ জন, জকিগঞ্জের ৫ জন, গোলাপগঞ্জের ৪ জন, বিয়ানীবাজারের ২ জন, ফেঞ্চুগঞ্জের ২ জন, দক্ষিণ সুরমার ৩ জন, কানাইঘাট, বালাগঞ্জ, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের একজন করে রয়েছেন।
এরআগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ২ জন সিলেটের ও ২৬ জন সুনামগঞ্জের। একইদিনে হবিগঞ্জের আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়।
সবমিলিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২২৩ জনের।
………………………..
Design and developed by best-bd