সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত মানুষের জন্য চাল বরাদ্দ দিয়েছে ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সুপারিশ ক্রমে ৩৫ টন জিআর চাল বরাদ্দ দেয়া হয়। রবিবার (২৮ জুন) উপজেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে ওই চাল বিতরণ করা হবে।
গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ জানান, বরাদ্দকৃত ৩৫ টন জিআর চাল তাদের হাতে পৌঁছেছে। আজই তা বিতরণ করা হবে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থানীয় ভারি বর্ষণে গোয়াইনঘাট উপজেলা প্লাবিত হয়েছে। সড়ক পথে উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাখো মানুষ পানির বন্দী হয়ে পড়েছেন। ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি দ্রুত ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ে জোর সুপারিশ করে গোয়াইনঘাটের পানি বন্দী মানুষের জন্য ৩৫ টন জিআর চাল বরাদ্দ করেছেন। আজ ওই চাল পানি বন্দী মানুষের মাঝে বিতরণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd