সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : আন্তর্জাতিক মানের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা অনন্ত জলিল তার ছবিসহ সব কাজেই সবসময় চমক নিয়ে হাজির হন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শীঘ্রই তিনি দেশ ও বিশ্ববাজারের জন্য সম্পূর্ণ নতুন ভাবনার গল্প নিয়ে বিগ বাজেট ও অ্যরেঞ্জমেন্টের একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। আর এই ছবিতে নতুনত্ব হিসেবে দর্শক পাবেন অনন্ত ও বর্ষার সঙ্গে চিত্রনায়ক ইমন। রয়েছেন হিরো আলমও। অনন্ত বলেন, ইমন একজন ভালো অভিনয় শিল্পী। তার কাজ প্রশংসার দাবি রাখে। তাই তাকে এই ছবিতে চুক্তিবদ্ধ করেছি।
আর হিরো আলম নানাভাবে আলোচিত। তার ব্যাপারে দর্শক আগ্রহ অনেক। এই বিষয়টি অনুধাবন করেই তাকেও আমার এই ছবিতে কাস্ট করেছি। অনন্ত আরও জানান, করোনাভাইরাসের প্রকোপ কমে এলেই ছবির নির্মাতা, অন্য অভিনয় শিল্পী ও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ ক্ষেত্রেও থাকবে নানা চমক।
দেশ-বিদেশের মনোরম সব লোকেশনে এই ছবির চিত্রায়ণ করা হবে। ছবিতে থাকবে চমৎকার গান, সমৃদ্ধ বাণী ও বিনোদন। ছবির গল্পভাবনা অনন্তর নিজের এবং এর চিত্রনাট্য ও গল্প বিন্যাস করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd