সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১১ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, মে ২১, ২০২০
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে পুলিশ-চিকিৎসকসহ আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এই ২২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা।
এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার ওসমানী মেডিকেল কলেজে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ২২ টি পজেটিভ আসে। যাদের পজেটিভ এসেছে তারা সকলেই সিলেট জেলার বাসিন্দা।
জানা যায়, বুধবার ওসমানী হাসপাতালে শনাক্ত হওয়ারা সিলেট নগরী, কানাইঘাট, গোলাপগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
এনিয়ে সিলেট বিভাগে মোট ৪৭১ জনের করোনা শনাক্ত হলো। আর সিলেট জেলায় শনাক্ত হয়েছে ২০৭ জনের।
এদিকে বুধবার প্রথমবারের মতো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এখন পর্যন্ত এই পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।
………………………..
Design and developed by best-bd