সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১১ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন এক স্ত্রী রোগ বিশেষজ্ঞসহ চারজন করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। এছাড়া আরও দুজন সাধারণ রোগীকেও এ সময় ছাড়পত্র দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ মে) বেলা ২টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পান স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক। এরপর বেলা আড়াইটার পরে বাকিদের ছাড়পত্র দেওয়া হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জনমেজয় দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা চারজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসক ও দুজন নার্স আছেন। দুজন সাধারণ রোগীকেও এ সময় ছাড়পত্র পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার ইউনুছুর রহমান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জনমেজয় দত্ত প্রমুখ।
গত ৪ মে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিলেটের ওই স্ত্রী রোগ বিশেষজ্ঞের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। এরপর থেকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধানকে। ১১ মে (রোববার) সন্ধ্যার দিকে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।
তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজের একই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে আছেন।
………………………..
Design and developed by best-bd