জলাশয়ে কিশোরীর লাশ: পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০

জলাশয়ে কিশোরীর লাশ: পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

ক্রাইম সিলেট ডেস্ক : পাবনার সুজানগরের একটি জলাশয় থেকে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে গেছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার নাজিরগঞ্জের হাসামপুর গ্রামের একটি জলাশয় থেকে লাশ উদ্ধার হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বদরুদ্দৌজা জানান, স্থানীয়রা জলাশয় সংলগ্ন ব্রিজের নীচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, মেয়েটির বয়স আনুমানিক ১৫ বছর। তাকে দুই থেকে তিন দিন আগে ধর্ষণের পর কিংবা অন্য কোথাও থেকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। পুলিশ ওই কিশোরীর পরিচয় জানার চেষ্টা করছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..