সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কুষ্টিয়ার খোকসায় কলেজছাত্রী মিম খাতুন (২২) কে হত্যার ঘটনায় তার স্বামী সুমন স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। রোববার সন্ধ্যায় স্ত্রীর দেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করার কথা জানিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলে নিশ্চিত করেছে খোকসা থানা পুলিশ। এর আগে রোববার দুপুরে স্ত্রী হত্যার অভিযোগে সুমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
থানা পুলিশের একটি সূত্র জানায়, নিহত মিম খাতুনের স্বামী সুমন শনিবার রাতে স্থানীয় এক ইউপি সদস্যের সাথে অনেক রাত পর্যন্ত বাইরে ছিলেন। বাড়ি ফেরার পর এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন মিমকে মারধোর করলে মিম সংজ্ঞা হারিয়ে বিছানার উপর পরে যান। পরে সুমন তাকে শ্বাসরোধে করে হত্যা করেন। এরপর মৃতদেহ শোবার ঘরের করিডোরের গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে বিষয়টি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেন।
নিহতের ভাই পলাশ জানান, তিন বছর আগে স্কুলে পড়াকালীন সময়ে মিমের সাথে সুমনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এরপর তারা গোপনে বিয়ে করেন। কিন্তু দুই পরিবারের কেউই বিয়েটা মেনে নিতে পারেনি। গত বছর দুই পরিবারে মধ্যে সমঝোতা হলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়। কিন্তু শাশুড়ির কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। পলাশের দাবি, সুমন তার বোনকে হত্যা করে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখেছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী জানান, পাবিবারিক কলহের জের ধরে স্বামী সুমন স্ত্রী মিমকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।
উল্লেখ্য, শনিবার গভীর রাতে খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের তাহেরপুরে শ্বশুর বাড়িতে কলেজ ছাত্রী মিম খাতুন ওরফে পলি খুন হন। এ ঘটনায় বাদী হয়ে নিহতের ভাই পলাশ থানায় মামলা দায়ের করেছেন। নিহত মিম খোকসা সরকারী ডিগ্রী কলেজের ছাত্রী ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd