চাল বিতরণে অনিয়ম, শ্রীমঙ্গলে দুই ইউপি সদস্য বরখাস্ত

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ৬, ২০২০

চাল বিতরণে অনিয়ম, শ্রীমঙ্গলে দুই ইউপি সদস্য বরখাস্ত

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজার শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে দরিদ্রদের মধ্যে চাল বিতরণে অনিয়মের দায়ে দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত হয়েছে।

বরখাস্তকৃত হলেন, কালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নং ওয়াডের্র সংরক্ষিত আসনের মহিলা সদস্য সাহিদা বেগম। তাদের বিরুদ্ধে সরকারি খাদ্যকর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুজনকে বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (৫ মে) স্মারক নং-৪৬.০০.০০০০.০১৭.০০২.২০২০-৪৪০) প্রজ্ঞাপন এই আদেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী। আজ বুধবার (৬ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্ণিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য  মুজিবুর রহমান এবং ১,২ ও ৩ নং ওয়ার্ডের  সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রুপা-কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..