সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে একদিনেই ৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার ঢাকায় নমুনা পরীক্ষায় সিলেটের এসব রোগী শনাক্ত হন।
এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সিলেট বিভাগে ৬৬ জনের শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছে। তবে এটি এখনও নিশ্চিত না। সংখ্যা আরও বাড়তে পারে। রাতের দিকে আমরা পুরো নিশ্চিত হতে পারব।তিনি বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে ২১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে হবিগঞ্জের ১২ জন, মৌলভীবাজারে ৫ জন ও সুনামগঞ্জে ৪ জন রয়েছেন। বাকীদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।
নতুন করে ৬৬ জনের করোনা শনাক্ত হলে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে।ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, কলেজের পিসিআর ল্যাবে অনেকগুলো নমুনা জমা হওয়ায় দ্রুত পরীক্ষার জন্য গত ২৮ এপ্রিল প্রায় এক হাজার নমুনা ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে প্রেরণ করা হয়। শুক্রবার সেখান থেকে রিপোর্ট আসে। রিপোর্টে ৬৬ জন পজিটিভ পাওয়া যায়।এদিকে, নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের আরও ১২ জন রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে বানিয়াচংয়ে ১ জন, বাহুবলে ১ জন, চুনারুঘাটে ১ জন, মাধবপুরে ৩ জন, নবীগঞ্জে ৫ জন ও সদরে ১ জন। এরমধ্যে পুরুষ ১০ জন, নারী ২ জন। আক্রান্তদের বয়স ১৪ থেকে ৫১ বছরের মধ্যে।এ নিয়ে জেলায় মোট সনাক্ত ৬৬ জন। এরমধ্যে মারা গেছেন ১ জন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd