সেই প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যা মামলার তদন্ত কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

সেই প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যা মামলার তদন্ত কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : গাজীপুরের শ্রীপুর মডেল থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তাদের প্রত্যাহার করা হয়।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

Manual8 Ad Code

প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. তারিকুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার সোহেল রানা এবং মা ও তিন সন্তান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা।

Manual3 Ad Code

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার (আবদার) এলাকায় মা ও তিন সন্তানকে জবাই করে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এস আই আবু জাফর মোল্লা।

Manual3 Ad Code

তিনি আরও জানান, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে জেলার কালীগঞ্জ থানার গোলাম সরোয়ার ও ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে কালিয়াকৈর থানার মনিরুজ্জামান খানকে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রীপুরের জৈনাবাজার এলাকায় নিজ বাড়ি থেকে মালয়েশিয়া প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নুরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১২) ও প্রতিবন্ধী ছেলে ফাদিলের (৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

Manual5 Ad Code

এ ঘটনায় কাজলের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি উল্লেখপূর্বক মামলা করেন। পরে রবিবার (২৬ এপ্রিল) রাতে হত্যার ঘটনায় জড়িত একই এলাকার কাজিম উদ্দিনের ছেলে কিশোর পারভেজকে (১৭) গ্রেফতার করে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে সে হত্যার কথা স্বীকার করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..