সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাট উপজেলায় গ্রামে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টা দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত এবাদ উদ্দিন (৪৫) ওই গ্রামের ছয়ফুল্লার ছেলে।
কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, বুধবার তারাবির নামাজের পর ওই গ্রামের কামাল আহমদ ও এবাদ উদ্দিনের পক্ষের লোকজনের মসজিদের সামনে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এবাদের বাড়িতে হামলা চালানো হয়। এতে এবাদ ও তার ভাই মইন উদ্দিনসহ কয়েকজন আহত হন। আহত এবাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এসআই আরও বলেন, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে ওই গ্রামের মকবুল আলী, এবাদ উদ্দিন ও কামাল আহমদ নামে এক ব্যক্তির মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ এবাদ হত্যাকাণ্ড তদন্ত করে দেখছে বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd