সিলেট বিভাগে করোনার সেঞ্চুরি

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

সিলেট বিভাগে করোনার সেঞ্চুরি

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট বিভাগের চার জেলায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মাত্র তিন দিনে এই জেলায় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। সেঞ্চুরি হয়েছে রোগীর সংখ্যায়।

সর্বশেষ সোমবার বিভাগে নতুন আরও ১৩ জন করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১১ জন এবং সিলেট জেলার ২ জন রয়েছেন।.এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ১০০ জনে দাঁড়ালো।

রাত বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮০জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়।

এর আগে গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন। গত ১৫ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া আরও এক শিশুসহ দুইজন মারা গেছেন।

বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে করোনা পজিটিভ শনাক্তদের মধ্যে হবিগঞ্জ জেলায় রয়েছেন সর্বোচ্চ ৪৮জন। দ্বিতীয় অবস্থানে যুগ্মভাবে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ জেলায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। সিলেট জেলায় তৃতীয় অবস্থানে। এ জেলায় আক্রান্ত হয়েছেন ১৬জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ১১ জন।

গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১১ জন সুনামগঞ্জ জেলায়। আক্রান্তদের ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তাসহ অন্যান্য পেশার লোকও রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..