গোমস্তাপুরে মহিলা ভাইস-চেয়ারম্যান শারীরিক লাঞ্ছিত

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

গোমস্তাপুরে মহিলা ভাইস-চেয়ারম্যান শারীরিক লাঞ্ছিত

ক্রাইম সিলেট ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাহফুজা খাতুন শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একদল নারী তার ওপর হামলা চালায়। এ সময় উপস্থিত লোকজন ওই নারীদের নিবৃত্ত করা চেষ্টা করে।

ঘটনার শিকার মহিলা ভাইস-চেয়ারম্যান মাহফুজা খাতুন জানান, হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা, মা ও ভাইকে দেখে বের হওয়ার সময় কয়েকজন নারী তার ওপর হামলা চালায়। এ সময় সে আহত হলে হাসপাতালে ভর্তি হন।

তিনি অভিযোগ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজা ওই নারীদের দিয়ে তার ওপর হামলা চালায়।

এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা জানান, গত সোমবার তার পারিবারিক সদস্যদের মধ্যে গণ্ডগোলের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তার বিরুদ্ধে লোক দিয়ে মারধরের যে অভিযোগ আনা হয়েছে তিনি বলেন তা ভিত্তিহীন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..