সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গত শনিবার (২৫ এপ্রিল ২০২০) নিউজ টোয়েন্টিফোর টিভিতে ‘রমজানে করোনা যুদ্ধ’ টকশো অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী নার্সদের নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভানেত্রী শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে সম্মুখযোদ্ধা হিসেবে নার্সরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আর পরিবার পরিজনের কথা চিন্তা না করে তারা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তাদের এই পরিশ্রম ও অবদানের কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে অবগত আছেন। তিনি নানাভাবে নার্সদের উৎসাহ উদ্দিপনা দিয়ে যাচ্ছেন। তাদেরকে সম্মানিত করার চেষ্টা করছেন। তিনি নিজে উদ্যোগী হয়ে পিএসসির মাধ্যমে নার্সদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার সম্মান দিয়েছেন। কিন্তু ডা. জাফরুল্লাহ চৌধুরী টিভি টকশোতে এসে নার্সদের হেয় করার চেষ্টা করেছেন, যা মোটেই কাম্য নয়।
নেতৃবৃন্দ বলেন, চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীই নিজ নিজ অবস্থান থেকে করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন। একজনের কাজের সাথে অন্যের কাজের তুলনা করা সম্ভব নয়। তারপরও ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের প্রেক্ষিতে আমরা বলতে চাই, এখন পর্যন্ত প্রতি হাজারে চিকিৎসক থেকে ১.৫৮ জন বেশি নার্স আক্রান্ত হয়েছেন। এতে কি প্রমাণ হয় না নার্সরা রোগীর পাশে থেকেই সেবা দিয়ে যাচ্ছেন? অথচ তিনি নার্সদের সেই অবদান স্বীকার না করে তাদেরকে নিয়ে কটুক্তি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নার্সদের অফিসার হিসেবে পদোন্নতি দেওয়া ভুল সিদ্ধান্ত বলে দাবি করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সারাবিশ্ব যখন নার্সদের সম্মানের চোখে দেখছে, তাদেরকে তাদের কাজের স্বীকৃতি দিয়ে যাচ্ছে তখন এমন বক্তব্য তার হীনমন্যতার পরিচয় ফুটিয়ে তুলেছে। একজন বিজ্ঞ ও জ্ঞানী মানুষের কাছ থেকে এমন বক্তব্য আশা করেনি বাংলাদেশের নার্সরা।
করোনা থেকে সুস্থ হয়ে ফিরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নার্সদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের ভূমিকায় সন্তুষ্ট হয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। সেই সময় জাফরুল্লাহ চৌধুরীর এমন বক্তব্য কোন ষড়যন্ত্রের অংশ কি-না তা খতিয়ে দেখার দাবি জানান নার্স নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অবিলম্বে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। দেশের এই ক্রান্তিকালে নার্সদের নিয়ে সব ধরনের ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, এরকম কটুক্তি ও আপত্তিকর মন্তব্য নার্সদের মনোবল ধরে রাখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আর সেটা হলে ক্ষতি হবে দেশের স্বাস্থ্যখাত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd