হতদরিদ্রদের ত্রাণ আত্মসাৎ, ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

হতদরিদ্রদের ত্রাণ আত্মসাৎ, ইউপি সদস্য গ্রেফতার

ক্রাইম সিলেট ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে হতদরিদ্রদের মাঝে বিতরণের ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমান ওরফে হবি মেম্বার নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তিনি দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এ বিষয়ে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, করোনার দুর্যোগকালীন অসচ্ছল ও দুস্থদের জন্য সরকারের কর্তৃক বরাদ্দের ত্রাণ (চাল, ডাল, আলু, সাবান) নিজ ওয়ার্ডে বিতরণের জন্য ওই ইউপি সদস্যকে প্রদান করা হয়। শুক্রবার দুই-একজনের মধ্যে বিতরণ করে বাকি ত্রাণসামগ্রী আত্মসাৎ করেন।

এলাকাবাসীর অভিযোগ, হবিবর রহমান ওরফে হবি মেম্বার গরু ক্রয় করে গ্রামের বিভিন্ন মানুষের মাঝে বর্গা দিয়ে রেখেছেন। ত্রাণের চাল ও অন্যান্য সামগ্রী দুস্থদের মাঝে না দিয়ে গরুর খাবার হিসেবে তিনি ওই চাল ব্যবহার করছেন।

হবি মেম্বরের গরুর বর্গাচাষী অনেকে ওই চাল গরুকে খাওয়ানোর কথা স্বীকার করায় বিষয়টি জানাজানি হয়। এ ঘটনা পুলিশসহ সংশ্লিষ্টদের অবহিত করলে দৌলতপুর থানার পুলিশ অভিযোগের সত্যতা পায়। পরে মঙ্গলবার তাকে গ্রেফতার করে। দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..