সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই নারীসহ বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নগরের বন্দরবাজারের আলী হোটেল থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন বরখাস্তকৃত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম (৪৯), নগরীর চৌখিদেখী এলাকার আকিরা আক্তার পারভীন (২৩) এবং দক্ষিণ সুরমার লাউয়াইয়ের রেজওয়ানের কলোনীর নাসরিন আক্তার (২২)। জাহাঙ্গীর আলম খুলনা শিল্প পুলিশের বরখাস্ত হওয়া সদস্য বলে জানা গেছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, ‘স্থানীয় বাজার কমিটি এই তিনজনকে আটক করে আমার কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে দেশের বিভিন্ন জেলায় র্যাব ও পুলিশের আটক হন জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে বর্তমানে বিভিন্ন মামলা চলমান রয়েছে। জাহাঙ্গীর আলম খুলনা শিল্প পুলিশের বরখাস্ত হওয়া সদস্য বলে জানা গেছে। ২০১৮ সালের ১১ নভেম্বর বহিস্কার হন জাহাঙ্গীর আলম। ১৯৯৯ সালে জাহাঙ্গীর আলম বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন।এছাড়া ২০১৭ সালে কিছুদিন সিলেট মহানগর পুলিশেও দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর আলম সিলেটে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd