জগন্নাথপুরে কলেজ ছাত্রীকে মারপিট নিয়ে চলছে হামলা-মামলা

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

জগন্নাথপুরে কলেজ ছাত্রীকে মারপিট নিয়ে চলছে হামলা-মামলা

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কলেজ ছাত্রীকে মারপিট নিয়ে হামলা-মামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর উত্তরপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস আগে হাঁস তাড়ানোকে কেন্দ্র করে গ্রামের এক কলেজ ছাত্রীকে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রীর ভাই বিলাল হোসেন বাদী হয়ে প্রতিবেশি জয়নাল মিয়া ও শামসুন্নুর সহ ৬ জনকে আসামী করে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি জগন্নাথপুর পৌরসভায় প্রদান করেন। বিষয়টি নিস্পত্তির জন্য পৌরসভা কর্তৃপক্ষ উভয় পক্ষকে নোটিশ দিলেও করোনা পরিস্থিতির কারণে পরে আর বিষয়টি নিস্পত্তি হয়নি। তবে এ ঘটনার জের ধরে ১৮ এপ্রিল আবারো কলেজ ছাত্রী পরিবারের উপর হামলার চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে কলেজ ছাত্রীর ভাই বিলাল হোসেন বলেন, তারা আমার বোনকে মারপিট করেও শান্ত হয়নি। মামলা করার কারণে এখন আবার মারপিট করার চেষ্টা করছেন। তাদের ভয়ে চলাচল করতে পারছি না। অভিযুক্ত জয়নাল মিয়া বলেন, তাদের অভিযোগ সত্য নয়। তবে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পৌর কাউন্সিলর বিএনপি নেতা তাজিবুর রহমান অজানা কারণে কোন মন্তব্য করতে রাজি হননি। জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Sharing is caring!

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..