ওসমানীতে সুরক্ষা সামগ্রী পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী, নার্সেস এসোসিয়েশনের কৃতজ্ঞতা

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

ওসমানীতে সুরক্ষা সামগ্রী পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী, নার্সেস এসোসিয়েশনের কৃতজ্ঞতা

সিলেট :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের জন্য সুরক্ষা সামগ্রী (পিপিই) পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। রবিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল সুরক্ষা সামগ্রীগুলো হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের কাছে হস্তান্তর করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, অর্থ সম্পাদক নিলুফা ইয়াসমিন।

এদিকে, নার্সদের সুরক্ষা সামগ্রী প্রদান করায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এক বিবৃতিতে নার্স নেতৃবৃন্দ বলেন, পররাষ্ট্রমন্ত্রী ওসমানী হাসপাতালের উন্নয়ন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে খুবই আন্তরিক। করোনাভাইরাস পরিস্থিতিতে নার্সদের জন্য সুরক্ষা সামগ্রী পাঠিয়ে তিনি সেই আন্তরিকতার পরিচয় দিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..