সিলেট ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
সিলেট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে প্রধানমন্ত্রী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন সেজন্য নার্সেস এসোসিয়েশন নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষনে করোনা মোকাবেলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মুখযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। তাদের পেশাকে চ্যালেঞ্জিং উল্লেখ করে এই দু:সময়ে কাউকে মনোবল না হারাতে উৎসাহ দিয়েছেন।
এছাড়া করোনা আক্রান্তদের চিকিৎসাসেবার সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত রয়েছেন তাদেরকে বিশেষ সম্মানী দেওয়ার জন্য ১০০ কোটি টাকা বিশেষ সম্মানী বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী করোনা রোগীদের সেবায় জড়িতদের জন্য স্বাস্থ্যবীমা ও জীবন বীমার জন্য ৭৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ারও ঘোষণা দেন।
নার্সেস নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর এই ঘোষণা প্রমান করে তিনি চিকিৎসা সেবার সাথে জড়িতদের কতটুকু ভালোবাসেন। তার এই ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি নার্স প্রস্তুত রয়েছে।
নেতৃবৃন্দ বলেন, এর আগে ডেঙ্গু প্রতিরোধে ওসমানী হাসপাতালের নার্সরা তাদের আন্তরিকতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। করোনা মহামারির এই সময়েও ওসমানী হাসপাতালের নার্সরা আক্রান্তদের সেবা দিতে পিছপা হবেন না। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দিতে নিজের জীবনকে তুচ্ছ করে তারা সেবা দিতে প্রস্তুত রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd