নারায়ণগঞ্জ ফেরত যুবক শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টিনে

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

নারায়ণগঞ্জ ফেরত যুবক শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টিনে

ক্রাইম সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা এক যুবক করোনার লক্ষণ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন। মঙ্গলবার ভোরের দিকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভর্তি করা হয়। যুবকের নাম আব্দুল মান্নান (২৩)। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ ফেরত ওই যুবকের জ্বর, সর্দি ও কাশি রয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

এ নিয়ে ১০ জন শহীদ শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টিনে রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..