সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: করোনাভাইরাসের কবল থেকে আপাতত মুক্তই থাকছেন সিলেটের আরো ৪৮ ব্যক্তি। তাদের শরীরের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
এসব ব্যক্তিদের শরীরের রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) গতকাল বৃহস্পতিবার পরীক্ষা করা হয়।
পরীক্ষার সবার ফলাফল নেগেটিভ এসেছে বলে আজ শুক্রবার জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, এসব ব্যক্তি করোনায় আক্রান্ত নন বলে পরীক্ষায় জানা গেছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ওসমানীর ল্যাবে ৩৩৯টি নমুনা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, আজ শুক্রবার আরো কিছু নমুনা ল্যাবে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনার পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে ৯৪টি, দ্বিতীয় দিনে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। কোনোটিতেই করোনা ধরা পড়েনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd