সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
মন্তব্য প্রতিবেদক :: বিশ্বের কোটি কোটি জনতা কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রকোপে স্বজন হারিয়ে শোকে মুহ্যমান হয়ে দিনাতিপাত করছেন।অন্যদিকে বাংলাদেশের জনগন এ ভাইরাসকে অামলে না নেওয়ায় অাইনশৃঙ্খলা বাহিনী সহ প্রসাশনের কর্তাব্যাক্তিরা এ নিয়ে হিমশিম খাচ্ছেন।ফলে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে মৃত ও অাক্রান্তের সংখ্যা।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিধি নিষেধ জারী করেছে।সরকারী বিধি নিষেধ শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে উপেক্ষিত হচ্ছে বারংবার।গ্রামাঞ্চলের তরুন সমাজ খেলার মাঠে বিভিন্ন অাঙ্গিনায় জড়ো হয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে।তার পাশাপাশি গ্রাম্য সালিশে ও বিভিন্ন বাড়িতেও জনসমাগম ঘটছে।এতে প্রতিদিন ঝুকির হার ক্রমশই বেড়ে যাচ্ছে।বিভিন্ন হাট বাজার সহ জনসমাগম স্থলে অাইনশৃঙ্খলা বাহিনী হানা দিয়ে যাচ্ছে। কিন্তু শৃঙ্খলা বাহিনী দন্ডায়মান থাকা অবস্থায় তাৎক্ষণিকভাবে জনগন সরে যাচ্ছে, অাবার শৃঙ্খলা বাহিনী চলে গেলে জনগন ফিরে এসে অাবার জনসমাগম ঘটাচ্ছে।এ রকম চুর পুলিশ খেলা চলছেই…।
সমগ্র দেশব্যাপী এই হলো বাস্তব চিত্র। তাই ক্রমান্বয়ে নাজুক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাবলি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, উচ্চ বিদ্যালয়ের, মাদ্রাসা ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা না হলে অচিরেই ধাবিত হতে যাচ্ছে ভয়ানক এক করুণ পরিনতির দিকে অামাদের প্রিয় বাংলাদেশ।অাসুন এই ক্র্যান্তিলগ্নে সম্মিলিতভাবে দেশ ও মাতৃকার কল্যাণে স্বীয় অবস্থানে থেকে ভয়কে জয় করি মহান অাল্লাহ’র নামে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd