সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: চলমান সাধারণ ছুটির জেরে সিলেটের হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো আরো অসহায় হয়ে পড়েছেন। চেয়েচিন্তে দিন পাড় করা এই মানুষগুলোর খোঁজ নেওয়ার যেন কেউ নেই। সরকারি-বেসরকারি বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠান শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়ালেও হিজদের পাশে কেউ দাঁড়াননি। এ অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন সিলেটের হিজড়ারা। দেশের অন্যান্য জেলায় হিজড়াদের জন্য সরকারি ভাবে খাদ্যসামগ্রী দেওয়া হলেও বঞ্চিত সিলেটের হিজড়ারা।
সিলেটে প্রায় ৪৫০জন হিজড়া রয়েছেন। তারা বিভিন্ন ভাবে কর্ম এবং মানুষের কাছ থেকে ভিক্ষা করে জিবীকা নির্বাহ করতো। তবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব কিছু বন্ধ রয়েছে। দীর্ঘ বন্ধ থাকায় শুরু হয়েছে সিলেটের হিড়াদের মধ্যে খাবারের জন্য হাহাকার। এখন পর্যন্ত কেউ তাদের খাবার দিয়ে সহযোগিতা করেননি বলে জানান সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়া।
সুন্দরী হিজড়া জানিয়েছেন, ‘এখন পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কোন লোকজন আমাদের খোঁজ নেয়নি। আমাদের অনেক হিজড়া না খেয়ে আছে। হিজড়াদের বাসায় যে জিনিসপত্র ছিল তাও শেষ।আমাদের দেখার কেউ নেই।’ গতকাল সিলেট নগরীর সুরমা নদীর পাড়ে ৮০ জন হিজড়াদের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।কিন্তু আসল হিজড়াদের ভাগ্যে জুটেনি কোনো ত্রাণসামগ্রী। সুন্দরী হিজড়ার সাথে কোন যোগাযোগ না করে নকল হিজড়াদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে কোতোয়ালী থানা ওসি মোহাম্মদ সেলিম মিঞা। তবে সিলেটের আসল কোন হিজড়া এখন পর্যন্ত খাদ্যসামগ্রী পায়নি।
হিজড়াদের মানবাধিকার ও স্বাস্থ্য নিয়ে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। প্রতিষ্ঠানটির কোন লোকও তাদের খোঁজ নিচ্ছে না।
সরকারের সহযোগিতা চেয়ে সুন্দরী হিজড়া বলেন, ‘আমাদের সিলেটে অন্তত ৪৫০ জন হিজড়া থাকেন। এছাড়া মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ অনেক হিজড়া রয়েছেন। আমাদের খবর কেউ নিচ্ছে না। সরকার পাশে না থাকলে আমরা কীভাবে বাঁচব?’
তিনি আরও বলেন, সিলেটের অনেক হিজড়ারা তাকে কল দিয়ে খাবার দেওয়ার জন্য কান্না করছেন। তিনি তাদের সকল ধরণের সান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলছেন।
সিলেট জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন ও সমাজসেবা অফিসের দিকে খাবারের জন্য তাকিয়ে আছে সকল হিজড়াদের নিয়ে সুন্দরী হিজড়া।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd