সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : কানাডায় করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করেই দিনরাত মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন সিলেটের বালাগঞ্জের কৃতিসন্তান শেলী চপল দেব।
সংগীত শিল্পী, উস্তার রেজিয়া কিশলয় কেজি স্কুলের সাবেক শিক্ষিকা কানাডা প্রবাসী শেলী ধর। বালাগঞ্জ সদর ইউনিয়নের গৌরিনাথপুরের প্রয়াত সুশীল রঞ্জন ধরের মেয়ে।
একজন স্বাস্থ্যকর্মী হিসাবে স্বামী পরিবার সবকিছু রেখে হাসপাতালে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন। শেলীর মতো দেশে বিদেশে অবস্থানরত স্বাস্থ্যকর্মীরাই বাংলাদেশের গর্ব।
আক্রান্ত রোগীর ধরা ছোঁয়ার মধ্যে থেকেও তাকে নিরলসভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে। মনে নানা শঙ্কা এবং দায়িত্ববোধের কারণে পিছিয়ে যেতে চাচ্ছেন না। সেবাব্রতিমন আর মানবিকতাবোধ তাকে কর্মস্থলে টেনে নিয়ে যাচ্ছে।
শেলী সাহিত্যনুরাগী সংগীত প্রেমী ফ্রান্স প্রবাসী স্বপন ধরের বোন। বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী বিজন কুমার ধর, কানাডা প্রবাসী রতনমনি ধর ও দেবাশীষ ধরের ভাগনী।
………………………..
Design and developed by best-bd