সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিন) এর ইনচার্জ আশিস কুমার মৈত্র ও এসআই কল্লোল এর নেতৃত্বে ৩১ মার্চ (মংগলবার) রাত ০৮.৫৫ ঘটিকার সময় ওসমানীনগর থানাধীন ০২ নং সাদিপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফখর আটো রাইসমিলের সামনে সিলেট – ঢাকা মহাসড়কের উপর থেকে ০১ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
তারা হলেন, চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাস গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (৩০) ও একই থানার সুন্দরপুর গ্রামের মোঃ লাভলু মিয়ার ছেলে মোঃ শামিম(২২)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে এসময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা। এ ঘটনায় এসআই কল্লোল বাদী হয়ে ওসমানীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর য়রহমান জানান, যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd