সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৫ই রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
Sharing is caring!
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা আলহাজ শফিকুল আহমদ ভূইয়ার একমাত্র ছেলে মুশফিকুল আহমদ ভূইয়া রাজিব করোনায় লন্ডনে মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
জানা গেছে, ৩১ মার্চ মঙ্গলবার সকালে লন্ডনের কেন্ট শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে মুশফিকুল আহমদ ভূইয়া রাজিব (৩৫) মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ শফিকুল আহমদ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার একমাত্র ছেলে রাজিব করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। আমার ছেলে রাজিবের রূহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাই।
এদিকে-জগন্নাথপুরের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ শফিকুল আহমদ ভূইয়ার একমাত্র ছেলে মুশফিকুল আহমদ ভূইয়া রাজিবের অকাল মৃত্যুতে তাঁদের পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে চলছে শোকের মাতম ও সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।
………………………..
Design and developed by best-bd