সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
Sharing is caring!
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর রায়নগরে শাহীন ইসলাম (২৫) নামের এক যুবক খুনের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাসহ আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কায়েল আহমেদ আফছার (২০) দক্ষিণ সুনামগঞ্জের মুরাদপুরের আকুল আলীর ছেলে। তিনি বর্তমানে বিমানবন্দর থানাধীন বনকলাপাড়ায় থাকছিলেন।গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
জানা গেছে, গত শনিবার রায়নগর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার শাহীন ইসলামকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় তার ভাই লাহিন আহমদ বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল রবিবার হাউজিং এস্টেট থেকে পুলিশ আফছারকে গ্রেফতার করে। এ সময় খুনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আফছারকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
………………………..
Design and developed by best-bd