সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে এসএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মারজান আহমেদ (২৫)কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকালে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে কলেজ ছাত্রীকে আহত অবস্তায় উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেলের ওসিসি বিভাগে ভর্তি করে পুলিশ। পরে ছাত্রীর দেওয়া তথ্য অনুযায়ী অপহরণকারী মারজান আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নগরীর এক সিএনজি চালকের কলেজ পড়ুয়া মেয়েকে গত ২০ মার্চ অপহরণ করে মারজান আহমেদ। এরপর ওই ছাত্রীর পিতা গত ২৪ মার্চ এসএমপির কোতোয়ালী থানায় একটি নিখোঁজের জিডি করেন। উক্ত সাধারণ ডায়েরীর তদন্তের দায়িত্ব দেওয়া হয় কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক রাজিত রায়কে। পরে তিনি জিডি তদন্ত করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মারজানকে গ্রেফতার করেন।
কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক রাজিত রায় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মারজানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী বর্তমানে থানা হাজতে আছে এবং কলেজ ছাত্রীকে উদ্ধার করে ওসমানী মেডিকেলের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd