শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুজন। শুক্রবার রাত আটটার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহতরা হলেন শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বাসিন্দা এসএমডি সেলিম (৩৬) ও শহরের মিশন রোডের মো. জামাল (৩৭)।

সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌলভীবাজার সড়কে অবস্থিত সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এরপর সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায় কারটি।

মোটরসাইকেলেরে আরোহী দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় রাতে সিলেটে মারা যান দুজনই। নিহত দুজন সিকিউরেক্স কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। উপজেলার কালাপুরে অবস্থিত মৌলভীবাজার গ্যাস ফিল্ডে তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। দুর্ঘটনার আগে তারা গ্যাস ফিল্ডের ডিউটি শেষ করে শ্রীমঙ্গল শহরে ফিরছিলেন।

এদিকে দুর্ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতা প্রাইভেটকারের চালককে ধরে পুলিশকে সোপর্দ করেছেন।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, ’দুর্ঘটনার বিষয়ে রাত পর্যন্ত মামলা হয়নি।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..